1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় বাইশপাড়ি মার্মা পাড়ার ৩৬ জনকে শ্রমণ দীক্ষা প্রদান আলীকদমে তথ্য অফিসের ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা কক্সবাজারে আশিকা’ র উদ্যোগে ‘ভূমিধস আগাম সতর্কতা ও কার্যকর পদক্ষেপের লক্ষ্যে স্থানীয় ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করণ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত লামায় ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক আলমগীর লামায় একযুগ ধরে তিন বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা না পেয়ে বিদ্যালয় ছাড়ছে শিক্ষার্থীরা বান্দরবান জেলা কৃষক দলের সাথে বিএনপি’র প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর মতবিনিময় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিগুন রোগীর চাপ, ঠাঁই হচ্ছে মেঝে-বারান্দায়, দ্রুত ১০০ শয্যায় উন্নীতের দাবি তিন উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভাবাসীর লামায় তথ্য অফিসের নারী সমাবেশ লামায় পারিবারিক পুষ্টি বাগান করতে বিনামূল্যে বীজ উপকরণ পেলেন ৩০ কৃষক লামায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই আলীকদমে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আজিম, আলমগীল সদস্য সচিব লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন ৩২ হাফেজকে পাগড়ী প্রদান লামায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আলীকদমে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় উদ্বোধনের আগেই সরকারি স্কুল ভবনে ফাটল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে
 মো. সোহেল,আনোয়ারা প্রতিনিধি | 
      চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের আলহাজ্ব ফজলুল কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিমার্ণাধীন স্কুল ভবনের বিল্ডিংয়ে ছাদে ফাটল ধরেছে। এলাকার মানুষ বলেন, নিমার্ণাধীন ভবনের ফাটলের কারণে নানা প্রশ্ন তুলে কাজের গুণগত মান নিয়ে।২০১৯ সালে ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন হলেও করোনাকালে দুই বছর কাজও বন্ধ রেখেছিলো ঠিকাদার। কাজ শুরু হলে, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ভেঙে যায় ভবনের বিম পিলার। স্কুল কমিটি ও স্থানীয়রা প্রতিবাদ জানালে সেটি পুনরায় ঠিক করে দেন ঠিকাদার। এমনটায় জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

স্থানীয় জনপ্রতিনিধিসহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক মানুষ বলেন, ভবনের কাজে দায়িত্বে থাকা কমিটি এবং উপজেলা প্রকৌশলের দায়িত্ব পালনকারীদের বিশেষ কোন কিছুর মাধ্যমে ম্যানেজ করে কাজ করছে কি না তা বোধগম্য নয়। বিধায় ভবনটি ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের ৪ বছর পার হলেও এখনও ভবনের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার।

এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাকবৃন্দরা বলেন, নির্মাণ কাজ শেষ না হতেই ছাদে ফাটল দেখা দিয়েছে, না জানি আরো কাজের গুণগত মান কেমন হতে পারে! সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর পছন্দের ঠিকাদারে কাজটি করেন। তাই কেউ ভয়ে কোনো প্রতিবাদও করেন না।

আনোয়ারায় উদ্বোধনের আগেই সরকারি স্কুল ভবনে ফাটল

সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্বোধনের ৪ বছর পার হলেও এখনও শেষ হয়নি ভবনের কাজ। চলছে ক্লাস রুমের দরজা-জানালা লাগানোর কাজ। কয়েকজন শ্রমিক দরজা-জানালা লাগানোর কাজ করছেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুদিন আগ থেকে তারা কাজ শুরু করেছেন। এতোদিন বন্ধ ছিলো ভবনের কাজ। পুরাতন জরার্জীণ ভবনে পাঠদান করছেন শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা চক্রবর্ত্তী ও বিদ্যালয়ের সহ সভাপতি মোহাম্মদ জামাল বলেন, ২০১৯ সালে ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। করোনাকালে দুই বছর কাজও বন্ধ রেখেছিলো ঠিকাদার। কাজ শুরু হলে, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ভেঙে যায় ভবনের বিম পিলার। আমরা সকলে প্রতিবাদ জানালে সেটি পুনরায় ঠিক করে দেন ঠিকাদার। এরপর দীর্ঘদিন বন্ধ ছিলো কাজ। কিছুদিন হচ্ছে আবার কাজ ধরছে। ১৯৯০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বর্তমানে ১২১ জন শিক্ষার্থী রয়েছে এখানে।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, আপনারা সাংবাদিকরা ভূল তথ্য লেখেন কেন? আসলেই আপনারা নন টেকনিক্যাল লোক!সিভিল কাজে ভূলক্রুটি হলে আমরা ঠিক করব এখনও ছাদের মধ্যে কাজ বাকি রয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিলো, এখন আবার চলছে কাজ। আশা করছি ১৫ দিনের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে।

তবে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে ঠিকাদারের নাম মনে পড়ছেন না। তবে কাজটি জসিম নামে এক ব্যক্তি করছেন।

প্রকৌশলী তসলিমা জাহান আরও জানান, আপনারা যে ফাটল গুলো দেখছেন এ গুলো ফাটল না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট