1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় বাইশপাড়ি মার্মা পাড়ার ৩৬ জনকে শ্রমণ দীক্ষা প্রদান আলীকদমে তথ্য অফিসের ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা কক্সবাজারে আশিকা’ র উদ্যোগে ‘ভূমিধস আগাম সতর্কতা ও কার্যকর পদক্ষেপের লক্ষ্যে স্থানীয় ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করণ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত লামায় ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক আলমগীর লামায় একযুগ ধরে তিন বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা না পেয়ে বিদ্যালয় ছাড়ছে শিক্ষার্থীরা বান্দরবান জেলা কৃষক দলের সাথে বিএনপি’র প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর মতবিনিময় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিগুন রোগীর চাপ, ঠাঁই হচ্ছে মেঝে-বারান্দায়, দ্রুত ১০০ শয্যায় উন্নীতের দাবি তিন উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভাবাসীর লামায় তথ্য অফিসের নারী সমাবেশ লামায় পারিবারিক পুষ্টি বাগান করতে বিনামূল্যে বীজ উপকরণ পেলেন ৩০ কৃষক লামায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই আলীকদমে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আজিম, আলমগীল সদস্য সচিব লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন ৩২ হাফেজকে পাগড়ী প্রদান লামায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আলীকদমে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

চকরিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে দোকান ভাংচুর ও লুটপাট : বৃদ্ধ নারীসহ আহত-৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

চকরিয়া  প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় টিউবওয়েল বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে স্বশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় বৃদ্ধ নারীসহ ৫ জনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকায় গত বৃহস্পতিবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
এনিয়ে ভুক্তভোগী পরিবার ১১জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

আহতরা হলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছায়রাখালী এলাকার মৃত জালাল আহমদের পুত্র নুরুল হুদা মানিক (৪৩), তার ভাতিজা রিদুয়ানুল হক রাসেল (২৯), তার ছোট বোন ইরান জন্নাত (২৬), তার স্বামী মো: ইলিয়াস (৩২), তার বৃদ্ধ মা মনোয়ারা বেগম (৫৮)।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ ছায়রাখালী এলাকার দোকান ব্যবসায়ী মো: ইলিয়াসের সাথে একই এলাকায় নুর হামিদের ছেলে শফিউল কাদের রনি’র সাথে একটি টিউবওয়েল বিক্রি সংক্রান্ত রিষয়ে তর্কে জড়িয়ে পড়েন। ওই সময় দু’জনের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তি ঘটনা ঘটে। পরে শফিউল কাদের রনি ব্যবসায়ী ইলিয়াসকে নানা ধরণের হুমকি ও হাঁকাবাকা করে চলে যায়। এরই জের ধরে ওইদিন বিকালে শফিউল কাদের তার চাচা অলি আহমদ ও আত্মীয় স্বজনের নেতৃত্বে ১৪-১৫ জন দৈশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় ইলিয়াসের দোকানে এসে হামলা ও ভাংচুর চালায়। এসময় বাঁধা দিতে গেলে ব্যবসায়ী ইলিয়াসকে মারধর ও কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে তার আত্মীয়রা ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেল ইলিয়াসের স্ত্রী ইরান জন্নাত (২৬), স্ত্রীর বড় ভাই রিদুয়ানুল হক রাসেল (২৯), ইলিয়াসের বৃদ্ধ মা মনোয়ারা বেগম (৫৮) ও চাচা শ্বশুর
নুরুল হুদা মানিক (৪৩) কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তৎমধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর হয়। এ ঘটনায় চকরিয়া থানায় গত ১১ ফেব্রুয়ারী রাতে আহত নুরুল হুদা মানিক বাদী হয়ে ১২জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এদিকে, থানায় মামলার দায়ের করার পর থেকে আসামীরা মামলার বাদী, স্বাক্ষী ও আহত পরিবার সদস্যদেরকে জীবনাশের হুমকি এবং নানা ধরণের ভয়ভীতি দিয়ে যাচ্ছেন বলে দাবী করেছেন ভুক্তভোগী মামলার বাদী নুরুল হুদা মানিক। বাদী নুরুল হুদা মানিক আরো জানান, ঘটনার পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে হামলাকারী সন্ত্রাসীরা দোকানে বিক্রিত টাকাসহ নানা মালামাল লুট করে নিয়ে যান বলে তিনি জানান। বর্তমানে মামলার বাদী ও পরিবার চরম নিরাপত্তাহীনতায ভুগছেন। এনিয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত এজাহার দেওয়া হলে তা তদন্তপূর্বক মামলা হিসেবে রুজু করা হয়। বর্তমানে মামলাটি তদন্তের জন্য থানার একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট