1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় বাইশপাড়ি মার্মা পাড়ার ৩৬ জনকে শ্রমণ দীক্ষা প্রদান আলীকদমে তথ্য অফিসের ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা কক্সবাজারে আশিকা’ র উদ্যোগে ‘ভূমিধস আগাম সতর্কতা ও কার্যকর পদক্ষেপের লক্ষ্যে স্থানীয় ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করণ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত লামায় ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক আলমগীর লামায় একযুগ ধরে তিন বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা না পেয়ে বিদ্যালয় ছাড়ছে শিক্ষার্থীরা বান্দরবান জেলা কৃষক দলের সাথে বিএনপি’র প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর মতবিনিময় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিগুন রোগীর চাপ, ঠাঁই হচ্ছে মেঝে-বারান্দায়, দ্রুত ১০০ শয্যায় উন্নীতের দাবি তিন উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভাবাসীর লামায় তথ্য অফিসের নারী সমাবেশ লামায় পারিবারিক পুষ্টি বাগান করতে বিনামূল্যে বীজ উপকরণ পেলেন ৩০ কৃষক লামায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই আলীকদমে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আজিম, আলমগীল সদস্য সচিব লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন ৩২ হাফেজকে পাগড়ী প্রদান লামায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আলীকদমে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বারের আইনজীবী সমিতির সভাপতি বিএনপি’র, সেক্রেটারি আ.লীগের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে হারলেও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’। অন্যদিকে সভাপতিসহ ৯টি পদে জিতেছে বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’।রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত ২টায় ফলাফল ঘোষণা করেন মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট রতন রায়।

গত বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক- উভয় পদে জিতেছিলেন আওয়ামী লীগ সমর্থিতরা। এবার বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা সভাপতি পদ পুনরুদ্ধার করেছেন।

নির্বাচন কর্মকর্তা সাবেক মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, ১০টি সম্পাদকীয় ও ১১টি নির্বাহী সদস্যসহ মোট ২১টি পদে নির্বাচন হয়েছে। দুই প্যানেল মিলে মোট প্রার্থী ছিলেন ৪২ জন। ভোটার ছিলেন ৫ হাজার ৩০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ১৪৫ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সমন্বয় পরিষদ ৬টি সম্পাদকীয় ও ৬টি নির্বাহী সদস্যসহ মোট ১২টি পদে জয় পেয়েছেন। ঐক্য পরিষদ ৪টি সম্পাদকীয় ও ৫টি নির্বাহী সদস্যসহ ৯টি পদে জয় পেয়েছে।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি ২৬৮২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মনতোষ বড়ুয়া পেয়েছেন ১ হাজার ৩৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এএসএম বজলুর রশিদ মিন্টু ২২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাসান আলী চৌধুরী ১ হাজার ৮২৪ ভোট পেয়েছেন।

সম্পাদকীয় পদে সমন্বয় পরিষদের আরও যারা জয়ী হয়েছেন তারা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. সেকান্দর চৌধুরী, সহ সভাপতি আব্দুল হক, সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক পদে মোশাররফ হোসেন এবং পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ ফখরুল ইসলাম।

সম্পাদকীয় পদে ‘ঐক্য পরিষদ’ থেকে বাকি বিজয়ীরা হলেন- সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ খোরশেদ আলম বেলাল, ক্রীড়া সম্পাদক পদে মো. ওমর ফারুক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অলি আহমদ।

নিবাহী সদস্য পদে বিজয়ী সমন্বয়ের প্রার্থীরা হলেন- জামশেদ আলম, মনজুর আলম, সাজেদা বেগম সাজু, ইসরাত জাহান মুকুল, রানা মিত্র ও ফারজানা হাকিম চৌধুরী।

আর এই পদে জয়ী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- মোহাম্মদ জাহেদ হোসেন, মো. ইকবাল হোসাইন, মো. সাদ্দাম হোসেন, মিনহাজ উদ্দিন ও আবিদা সুলতানা শারমিন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট