1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় বাইশপাড়ি মার্মা পাড়ার ৩৬ জনকে শ্রমণ দীক্ষা প্রদান আলীকদমে তথ্য অফিসের ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা কক্সবাজারে আশিকা’ র উদ্যোগে ‘ভূমিধস আগাম সতর্কতা ও কার্যকর পদক্ষেপের লক্ষ্যে স্থানীয় ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করণ’ প্রশিক্ষণ অনুষ্ঠিত লামায় ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক আলমগীর লামায় একযুগ ধরে তিন বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা না পেয়ে বিদ্যালয় ছাড়ছে শিক্ষার্থীরা বান্দরবান জেলা কৃষক দলের সাথে বিএনপি’র প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর মতবিনিময় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিগুন রোগীর চাপ, ঠাঁই হচ্ছে মেঝে-বারান্দায়, দ্রুত ১০০ শয্যায় উন্নীতের দাবি তিন উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভাবাসীর লামায় তথ্য অফিসের নারী সমাবেশ লামায় পারিবারিক পুষ্টি বাগান করতে বিনামূল্যে বীজ উপকরণ পেলেন ৩০ কৃষক লামায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই আলীকদমে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আজিম, আলমগীল সদস্য সচিব লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন ৩২ হাফেজকে পাগড়ী প্রদান লামায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আলীকদমে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

পেকুয়ায় হঠাৎ কালবৈশাখী তান্ডব, লবণ উৎপাদন ব্যাহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

গত বেশকয়েকদিন আগে থেমে থেমে ঝড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টির কারণে পেকুয়া উপজেলায় লবণ উৎপাদন একেবারেই বন্ধ হয়ে পড়ে। একই অবস্থা লবণ উৎপাদনকারী অঞ্চল কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়ও। কয়েকদিন বৃষ্টি না হলে কৃষকরা লোকসান মুছতে পুরোদমে মাঠে নামে লবণ উৎপাদন করতো। দুই একদিন যেতে না যেতে হঠাৎ কালবৈশাখী তান্ডব। মেঘলা আকাশ আর বৃষ্টিপাতের কারণে মাঠে মাঠে বিছানো পলিথিন মুড়িয়ে রাখতে দেখা গেছে লবণ চাষিদের। অবশ্য আধুনিক পদ্ধতির (পলিথিন পদ্ধতি) চাষিদের তেমন ক্ষতি না হলেও সনাতন পদ্ধতিতে (সরাসরি মাটিতে) যারা লবণ উৎপাদনে নেমেছেন তারা আর্থিকভাবে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এ বিষয়ে বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের মাঠ পরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, চলতি মৌসুমের বৃষ্টিপাত হয়েছে কিছু সময়ের জন্য। এজন্য লবণ উৎপাদন তিন থেকে চারদিন ব্যাহত হতে পারে। এরপর থেকে আবারো দেদারছে লবণ উৎপাদন করতে পারবেন চাষিরা। যদি আবহাওয়া অনুকূলে থাকে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের একমাত্র লবণ উৎপাদনকারী অঞ্চল কক্সবাজারের ৮ উপজেলা যথাক্রমে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার সদর, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলার (একাংশ) সিংহভাগ চাষি আধুনিক পদ্ধতি অবলম্বন করেই লবণ উৎপাদন করে থাকেন। এজন্য আধুনিক পদ্ধতির চাষিদের তেমন ক্ষতি হবে না। তবে সংখ্যায় কম হলেও সনাতন পদ্ধতির চাষিরা আর্থিকভাবে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। কারণ তাদেরকে নতুন করে মাঠকে লবণ উৎপাদনের উপযোগী করে তুলতে হবে। তবে সেই সমস্যাও কেটে গিয়ে ফের লবণ উৎপাদন আগের অবস্থায় ফিরবে।

মগনামার লবণচাষী মোহাম্মদ আলী জানান, বৃষ্টিপাতে লবণ উৎপাদন কিছুটা ব্যাহত হবে, সেটাই স্বাভাবিক। তবে এখনো চাষিদের হাতে আরো দেড়মাসের বেশি সময় রয়েছে। এই সময়টাই হচ্ছে প্রচন্ড দাবদাহকাল। সেই দাপদাহের তাপেই দেদার লবণ উৎপাদন হবে। যদি আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকে। প্রতিবছরের ন্যায় এবারও দেদার লবণ উৎপাদন হবে বলে আশা করছি আমরা।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী তান্ডবের ফলে পল্লী বিদ্যুৎয়ের খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে কক্সবাজার পল্লী বিদ্যুৎয়ের পেকুয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী দ্বীপন বিশ্বাস বলেন, আমাদের লোকজন বিদ্যুৎ সংযোগের কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট