1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

সকাল থেকে ওপার থেকে টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিকট শব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

কক্সাবাজার প্রতিনিধি |

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব ও দক্ষিণাংশের ওপারে মিয়ানমার সীমান্ত গতকাল রোববার কিছুটা শান্ত ছিল। সারা দিনে কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলেও আজ সোমবার ভোর পাঁচটা থেকে একের পর এক বিকট শব্দ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শব্দ পাওয়া যাচ্ছিল।

এতে করে এক দিন স্বস্তিতে থাকালেও টেকনাফ সীমান্তের নাফ নদীর তীরে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শাহপরীর দ্বীপ জালিয়াপিড়ার বাসিন্দা আলী হোসেন ও বাজারপাড়ার আবদুস শুক্কুর বলেন, ‘সারা রাত কোনো শব্দ পাওয়া যায়নি। তবে সকালে ঘুম ভেঙেছে বিকট শব্দে। তখন এপারের মাটি কেঁপে উঠেছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যেমনতেমন, ভয় পেয়ে শিশুদের ঘুম ভেঙেছে। এতে করে নাফ নদীর তীরে বসবাসরত বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন।’ একই এলাকার গৃহবধূ পারুল আক্তার বলেন, ‘ঘটনা হচ্ছে নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের, কিন্তু বিকট শব্দে মাটি কেঁপে উঠছে টেকনাফে। মনে হচ্ছে, ভূমিকম্প হচ্ছে।’

স্থানীয় লোকজন জানান, নাফ নদীর পূর্ব ও দক্ষিণাংশে রাখাইন রাজ্য। কয়েক দিন ধরে ওই সব স্থান থেকে গুলির শব্দ আসছে। স্থানীয় লোকজনের ধারণা, রাখাইন রাজ্যের মংডুর শহরের পাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাংগালা, নলবন্ন্যা, ফাদংচা ও হাসুরাতা এলাকায় সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর লড়াই চলছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, ‘কয়েক দিন ধরে মিয়ানমারের ওই পাড়ে রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে এলাকায় প্রচুর গোলাগুলি হয়েছে। পাশাপাশি বিকট শব্দে কেঁপে উঠছিল টেকনাফ সীমান্ত। গতকাল সারা দিন মিলে কয়েকটি বিকট শোনা গেলেও প্রায় শান্ত ছিল সীমান্ত। রাতেও কোনো ধরনের গোলাগুলি ও বিকট শব্দ পাওয়া যায়নি। কিন্তু আজ সকাল থেকে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত।’

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা নুরুল হক বলেন, ‘আজ ফজরের নামাজে থাকাকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠেছে। হৃদ্‌রোগে আক্রান্ত মানুষদের এসব বিকট শব্দে ক্ষতি হতে পারে।’

বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, নাফ নদীর সীমান্তে তাদের টহল জোরদার করা হয়েছে। নিয়মিত টহল বাড়ানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, এক দিন শান্ত থাকার পর আবার আজ সকাল থেকে বিকট শব্দে টেকনাফ সীমান্ত কেঁপে উঠছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানোর হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট