আলীকদম প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের 'বাংলাদেশ যুব অধিকার পরিষদ'র ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক বাবুল দত্ত এ কমিটি অনুমোদন দেন। এতে জয়নাল আবেদীনকে সভাপতি এবং আবু ছালেক কে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া রাজিয়া সুলতানা শাহিন-কে সাংগঠনিক সম্পাদক-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংগঠনের আলীকদম উপজেলা শাখার সভাপতি হেলাল মিয়া বলেন, অনুমোদিত কমিটি ইউনিয়ন পর্যায়ে যুব সমাজের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত