আলীকদম প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম চ্যালেঞ্জিং দৌড় প্রতিযোগিতা ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন – এডিশন থ্রি’। শুক্রবার ভোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়। এ ম্যারাথনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে চারশ দৌড়বিদ।
এবারের দৌড় অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত আলীকদম–পোয়ামুহুরী সড়ক ধরে কুরুকপাতা পর্যন্ত। দুর্গম পাহাড়ি এ রুটটি দৌড়বিদদের জন্য বাড়তি অ্যাডভেঞ্চার ও কঠিন চ্যালেঞ্জ তৈরি করে।
২৫ ও ৫২ কিলোমিটার—দুই ক্যাটাগরির এই আল্ট্রা ম্যারাথনে তরুণ থেকে সত্তরোর্ধ বিভিন্ন বয়সের ৪৩৫ জন দৌড়বিদ অংশ নেন। নিয়মিত ম্যারাথনের চেয়েও দীর্ঘ দূরত্ব অতিক্রম করায় ইভেন্টটি বিশেষ গুরুত্ব বহন করে।
“For Wildlife, For Earth” প্রতিপাদ্যে আয়োজিত এই দৌড়ের লক্ষ্য পাহাড়ি বনাঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণী, বিশেষ করে রাজধনেশ পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি।
সম্পূর্ণ দাতব্য এ উদ্যোগ থেকে অর্জিত উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে আলীকদম ও লামা অঞ্চলের আদিবাসী শিশুদের শিক্ষা সহায়তায়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত