1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
বান্দরবান ও কক্সবাজার জেলায় ‘তামাক চাষের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন’ গবেষণা চলছে লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত লামায় রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত আলীকদম বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান

ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ঈদগাঁও প্রতিনিধি |

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চার সহস্রাধিক মাদ্রাসা শিক্ষার্থী চলতি বছরের পঞ্চম মাসেও কোনো বই পায়নি। এ নিয়ে অভিভাবকরা শিশুদের শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জানা যায়, জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার অনুমোদিত ও অনুমোদনহীন ছোট বড় ২৭টি মাদ্রাসার ইবতেদায়ী শাখার চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোমলমতি চার সহস্রাধিক শিশু শিক্ষার্থী এখনো কোনো বই পায়নি। যার কারণে শিশুদের সম্ভাবনাময়ী শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে।

সচেতন অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, চলতি শিক্ষাবর্ষের পাঁচ মাস অতিবাহিত হতে চলছে। আগামী মাসে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠানে বোর্ড কর্তৃক নির্দেশনা রয়েছে। পাঠ্য পুস্তক ছাড়া কি শিক্ষা নিয়ে শিশুরা পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে প্রশ্ন তুলেন ।

এ বিষয়ে জানতে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভীর সাথে যোগাযোগ করা হলে জানান, বিগত চার মাসেও ইবতেদায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কোন বই পাননি। যার কারণে পাঠদান চরম ব্যাহত হচ্ছে।

ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ নজিবুল ইসলাম জানান, পার্শ্ববর্তী সব উপজেলার শিক্ষার্থীরা বই পেলেও এ উপজেলার শিশু শিক্ষার্থীরা একটিও বই না পাওয়ায় অভিভাবকরা শিক্ষকদের চরম বিরক্ত করছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত বই সরবরাহের দাবি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ: ইসমাইল জানান, এনসিটিবি থেকে এখনো পর্যন্ত ঈদগাঁও উপজেলার জন্য বই সরবরাহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি জানিয়েছেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, তাকে গুরুত্বপূর্ণ এ বিষয়টি কেউ এ পর্যন্ত অবগত করেননি। তিনি ত্বরিত এ বিষয়ে খোঁজ নিচ্ছেন । অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি সাইদুজ্জামান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি দ্রুত এ বিষয়ে খোঁজ নিবেন জানান।

ভুক্তভোগী মাদ্রাসা প্রধানরা জানান, নবগঠিত ঈদগাঁও উপজেলায় মাধ্যমিক শিক্ষা দফতর চালু না হওয়ায় এখনো পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতরের অধীনে কার্যক্রম চলমান থাকায় এ ভোগান্তি শেষ হচ্ছে না। তারা অবিলম্বে ঈদগাঁও উপজেলায় মাধ্যমিক শিক্ষা দফতর চালু ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদায়নের দাবি জানান। তবেই এ ভোগান্তি লাঘব হবে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট