মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে যুগশ্রেষ্ঠ আলেম আশেকে রাসূল (স:), হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫ তম আন্তর্জাতিক মাহফিল সীরতুন্নবী (সা.) সীরত ময়দানে ৪র্থ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় “কিয়ামতের দিন আরশে আজীমের নিচে ছায়া পাওয়ার উপযুক্ত ব্যক্তিবর্গের গুণাবলী বর্ণনা” বিষয়ে আলোচনা করেন পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যাপক আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান, “সূরা নিসার ৩৬নং আয়াতের আলোকে পারস্পরিক হক সমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা রিদওয়ানুল হক নিজামী,“হারামাইন শরীফাইনের ফজিলত বর্ণনা” বিষয়ে আলোচনা করেন আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা কফিল উদ্দীন, “বিসমিল্লাহ শরীফাইনের ফজিলত বর্ণনা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া দরবেশ হাট বায়তুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ওমর ফারুক ইয়াকুবী। বক্তারা বলেন চুনতি সীরাতুন্নবী (সাঃ) মাহফিল হলো চট্টগ্রামের চুনতিতে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিকভাবে পরিচিত ১৯ দিনব্যাপী মাহফিল, যা হযরত মাওলানা শাহ হাফেজ আহমদ (রঃ) কর্তৃক প্রবর্তিত হয়েছিল। তিনি “শাহ সাহেব কেবলা চুনতি” নামে পরিচিত এবং তাঁর প্রচেষ্টায় ১৯৭২ সালে এই মাহফিলের সূচনা হয়। এই মাহফিলটি বিশ্বজুড়ে ইসলাম প্রচার ও প্রসারে ভূমিকা রাখে এবং প্রতি বছর মুসলিম উম্মাহর জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে।
কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ সোহাইব ফয়সল, মুহাম্মদ মুহি উদ্দীন। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ ফখরুদ্দিন রাজি, মাওলানা জহির উদ্দিন, সাঈদ মুহাম্মদ তানভীর। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, আলহাজ্ব ইসমাইল মানিক প্রমুখ।