1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বান্দরবান ও কক্সবাজার জেলায় ‘তামাক চাষের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন’ গবেষণা চলছে লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত লামায় রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত আলীকদম বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান

টেকনাফে বিএনপি ও আওয়ামীলীগের কর্মসূচি নিয়ে হামলার ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে বিএনপি ও আওয়ামীলীগের কর্মসূচি নিয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করেছে স্থানীয় আওয়ামী লীগ।

১১ ফেব্রুয়ারী দিবাগত রাতে এজাহার নামীয় ৩০ জন ও অজ্ঞাত নামা ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বাদী হয়ে হ্নীলা ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আহমদ প্রকাশ ফান্ডুকে প্রধান আসামী করে এই মামলা রুজু করা হয়।

টেকনাফ থানার ওসি তদন্ত নাসির উদ্দীন মজুমদার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত কোনো আসমীকে আটক করতে পারেনি পুলিশ।

গত শনিবার ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৫ টায় কক্সবাজারের টেকনাফে সড়কের হ্নীলা বাজারে আ’লীগ ও বিএনপির কর্মসূচি নিয়ে হামলা, আ’লীগের ১০ জন নেতাকর্মী সহ আহত হন অন্তত ১৫। গাড়িও ভাংচুর করা হয়। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে মামলাটি রুজু করেন।
জেলা বিএনপি দাবি করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীর হামলা তাদের ৬/৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। এখন উল্টো মিথ্যা মামলা দায়ের করেন তারা

মামলার বাদী পক্ষের সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের হামলায় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ সেলিম সহ ১০/১২ জন নেতাকর্মী আহত হন। পাশাপাশি হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর ব্যক্তিগত পাজেরো গাড়িটিও ভাংচুর করে।

টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল বশর জানান, পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি শান্তি সমাবেশে হামলা চালিয়ে গুরুতর আহত করে স্থানীয় বিএনপি অস্ত্রধারীরা। যার কারণে আমরা আইনের আশ্রয় গ্রহণ করেছি।

কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ মো. শাহাজাহান চৌধুরী জানান, শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বিএনপির ৬/ ৭ জন নেতাকর্মীকে আহত করেন। সেই সাথে হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর গাড়ী ভাংচুর করা হয়।
উল্টো তারা আমাদের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেন। মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানান সাবেক ওই হুইপ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট