মো. নুরুল করিম আরমান |
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়ায় বর্ডার গার্ড বাংলাদে ‘র (বিজিবি) অর্থায়নে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত কোমলমতি শিশু লেখাপড়ার সুযোগ পাবে। ২ ডিসেম্বর মঙ্গলবার আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুধু তায় নয়,উদ্ভোধনকালে বিদ্যালয়ের প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক শিক্ষার বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি শিক্ষা সহায়ক সামগ্রীসহ বিস্কুট ও চকলেটও বিতরণ করেন অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী।
তিনি বলেন, বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ প্রান্তে অবস্থিত বুলুপাড়ার মতো অতি দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির এই স্ব-উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা স্থানীয় ৩টি পাড়ায় বসবাসরত প্রায় ৫০টি পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করবে। বিজিবি’র এই মহতী সামাজিক উদ্যোগের ফলে স্থানীয় হতদরিদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের পথ প্রশস্ত হলো।
উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে নিয়মিত মানবিক কাজ করে আসছে। বিজিবি বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক অনুদান এবং দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ়করণে বলিষ্ঠ ভূমিকা পালন করছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত