1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বান্দরবানের রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নাগরিক সেবায় “আমার লোহাগাড়া ডট কম” ওয়েবসাইটের যাত্রা বান্দরবান ও কক্সবাজার জেলায় ‘তামাক চাষের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন’ গবেষণা চলছে লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাইক্ষ্যংছড়িতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিকের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা নাইক্ষ্যংছড়ি হাজী এম, এ কালাম সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আবদুল গফুরের পরিচালনা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক গবেষক এ এস, এম সুজা উদ্দিন। এসময় তিনি বলেন আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। ৫ আগষ্টের পরবর্তীতে দেশের সংস্কার ও উন্নয়নে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে।প্রশাসনের দায়িত্বশীলরা জনগণকে স্যার ডাকবে, আমরা যখন এটাই নিশ্চিত করতে পারবো তখনই আমাদের নতুন বাংলাদেশ সপ্নযাত্রা ত্বরান্বিত হবে। অন্যান্য বক্তৃতারা বলেন,বিগত জুলাই অভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের দায়িত্ব এই সুযোগকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক, সুশাসনপূর্ণ এবং জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রব্যবস্থা তৈরি করা। সেখানে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাঁদের স্বপ্ন ছিল একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ। আমাদের আন্দোলন সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই।’ নতুন রাজনৈতিক রাজনৈতিক বন্দোবস্তে পররাষ্ট্রনীতি হতে হবে ন্যায্যতার ভিত্তিতেই এবং মানুষের অধিকারের ভিত্তিতে। বহিশ্রুুর চোখ আমাদের সীমান্ত অঞ্চলে এবং নাইক্ষ্যংছড়ির মানুষ আন্তর্জাতিক সীমান্তের মানুষ তাদেরকে শুধু একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না।আগামী দিনে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন ও মিযানমারের সাথে বাংলাদেশের কূটনীতিক বোঝাপড়া মধ্যদিয়ে দেশ এগিয়ে যাবে। সীমান্ত রক্ষা করার দায়িত্ব শুধু সরকার নয়, এই সীমান্ত অঞ্চলের মানুষও অতন্দ্র প্রহরী। এই সীমান্ত অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেখানে নাগরিক হিসেবে আপনার পূর্ণ অধিকারের নিশ্চয়তা তো থাকবে একইসাথে মানুষ হিসেবে জন্মগতভাবে পাওয়া আপনার যে অপরিসীম সম্ভাবনা তার বিকাশের উপযুক্ত পরিবেশও নিশ্চিত করা হবে। বক্তব্যে তারা আরও বলেন,পুরনো রাজনৈতিক ব্যবস্থা নাগরিক হিসেবে আপনার কোনো অধিকার তো নিশ্চিত করতে পারেনি, আবার একইসাথে এই ব্যবস্থা মানুষ হিসেবে জন্মগতভাবে পাওয়া আপনার সমস্ত সম্ভাবনা বিকাশে বাধাস্বরূপও। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আলী, শোয়েব উল হাসান,মুহাম্মদ আরিফ, এছাড়া উপস্থিত ও বক্তব্য রাখেন মোনতাসির মাহামুদ আদনান,মুহাম্মদ সায়েম উদ্দীন,একরামুল হক, সরওয়ার কামাল প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সংবাদকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট