1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
চুনতীর ১৯ দিন ব্যাপী মাহফিল ইসলাম প্রচার ও প্রসারে অন্যতম প্ল্যাটফর্ম: ৪র্থ দিবসের আলোচনায় বক্তারা সোনাইছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক বান্দরবানের রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নাগরিক সেবায় “আমার লোহাগাড়া ডট কম” ওয়েবসাইটের যাত্রা বান্দরবান ও কক্সবাজার জেলায় ‘তামাক চাষের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন’ গবেষণা চলছে লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন

নাইক্ষ্যংছড়িতে ঝাঁকজমকপূর্ণভাবে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে ঝাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(৬ জুলাই) দিনব্যাপী উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,বিকাল ৩টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনন্দ র‍্যালি ও ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

যার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একইসাথে তৎকালিন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরারের সঞ্চালনায় এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আকতার রুনার সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক,প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলার সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি আবু তাহের কোম্পানি এবং উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি ও দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামীলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা,যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর,বাংলাদেশ কৃষক লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মোস্তফা কামাল লালু,সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন আহমেদ,মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা বেগম,জাতীয় শ্রমিক লীগের সভাপতি বদর উল্লাহ,যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মৃদুল বড়ুয়া,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আলম,কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চোচুমং মার্মা,যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রুমারি মার্মা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ,সদর মহিলা আওয়ামীলীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস মুন্নি। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ,মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট