1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
সোনাইছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক বান্দরবানের রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নাগরিক সেবায় “আমার লোহাগাড়া ডট কম” ওয়েবসাইটের যাত্রা বান্দরবান ও কক্সবাজার জেলায় ‘তামাক চাষের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন’ গবেষণা চলছে লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা

রাজস্থলীতে বিএনপি’র পরিচিতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রসিদ মামুন বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে এ সরকারে পতন ঘটনো হবে। জাতীয় সরকার গঠন করা হবে। ঐক্যমতের ভিত্তিতে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে দুর্নীতি ও শোষণমুক্ত করা হবে। যতদিন এই সরকারের পতন ঘটাতে না পারবো ততদিন রাজপথে থাকবো।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির পরিচিত সভায় উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।

এ সময় এ্যাড মামুন বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ। জনগণ ভোটচোর ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। তাদের ক্ষমতা থেকে নামাতে হবে। এ জন্য এবার ঢাকার মধ্যে তরুণরা রাজপথে নেমেছে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকার বাধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, দেশে তার আর কোনও চিকিৎসা নেই। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে। পারিবারিকভাবে এবং দলগতভাবে তাকে বিদেশে পাঠানোর দাবি করলেও সরকার তা মানছে না। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না।’

তিনি আরও বলেন ‘এই অবৈধ সরকার ১৫ বছর ধরে জোর করে ক্ষমতায় আছে। তারা ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের নির্বাচিত দেখিয়েছে। ২০১৮ সালে আগের দিন ভোটের বাক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা ব্যাংক লাখ লাখ টাকা লুট করে বিদেশে পাচার করেছে। দেশে রিজার্ভ শূন্য হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় দুর্নীতিবাজ, লুটপাটকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে।’, ‘সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। যুবদল, ছাত্রদল আর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে রোডমার্চ শুরু হয়েছে। রংপুর থেকে এই আন্দোলন শুরু হলো। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শেখ হাসিনা, আপনি অবিলম্বে যদি পদত্যাগ না করেন, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা না ছাড়েন– লাখ লাখ জনতার যে উত্তাল তরঙ্গ তৈরি হয়েছে সারাদেশে, সেই তরঙ্গে ভেসে যাবেন। শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না।’

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুটু, সহ সভাপতি বাবুল আলী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক দেব জ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহেদুল আলম, বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মঞো মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাবলু, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুভেল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন,বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রনি, শ্রমিক দলের সভাপতি হামিদ, নুরুল আলম মেম্বার, ভূবন তনচংগ্যা সহ উপজেলা বিএনপির সকল সদস্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট