মানুষের জীবনে চলার পথে দৈনিক
বেশি ভুল নাকি নির্ভুল কোনটা সঠিক?
সঠিকের পরিচ্ছন্ন পথের এত আলো
ইহকাল ও পরকালের সবটাই ভালো।
বিপথের আঁধারে চলার প্রতি পদে পদে
কেবলই বাঁধা বিপত্তি ক্ষতিগ্রস্ত বিপদে;
জানার পরও মানুষ কেন করে এত ভুল?
নিজ দোষে জাপটে ধরে অশান্তির কূল।
পৃথিবীতে এত বই পুস্তক আর প্রশিক্ষণ,
গুরুজনের আদেশ উপদেশ সারাক্ষণ,
সর্বদাই তারা করতে আছে সাবধান
মাথার উপরে যেনা নির্ভুলের নিশান।
ভুল করি তারপরে খুঁজি তার কারণ
তার আগে মানি কি গুরুজনের বারণ?
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত