1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
বান্দরবানের রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নাগরিক সেবায় “আমার লোহাগাড়া ডট কম” ওয়েবসাইটের যাত্রা বান্দরবান ও কক্সবাজার জেলায় ‘তামাক চাষের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন’ গবেষণা চলছে লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রোহিঙ্গা প্রত্যাবাসনে আলোর মুখ, মিয়ানমার যাচ্ছে প্রতিনিধিদল 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

তারেকুর রহমান, কক্সবাজার |

কয়েকবার তারিখ পিছিয়েও অবশেষে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আলোর মুখ দেখতে যাচ্ছে। এর সূচনায় ২৫ জনের প্রতিনিধিদলও চূড়ান্ত হয়েছে।

শুক্রবার (৫ মে) ২০ রোহিঙ্গা ও বাংলাদেশি ৫ কর্মকর্তাসহ ২৫ জনের প্রতিনিধিদল রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে মিয়ানমার যাচ্ছে।

এর আগে গেল ১৫ মার্চ ২২ সদস্যের একটি দল মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। রাখাইন রাজ্যের সমাজবিষয়ক প্রতিমন্ত্রী অং মিয়োর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফে পৌঁছে প্রতিনিধিদলটি।

নাম প্রকাশ না করার শর্তে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, গেল মার্চে মিয়ানমার থেকে আসা প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় দাবি ছিল প্রত্যাবাসান উদ্যোগের অগ্রগতি দেখার জন্য এদেশ থেকে একটি প্রতিনিধি দল মিয়ানমার নিতে হবে। বিষয়টি নিয়ে নানা আলাপ-আলোচনা শেষে এদেশ থেকে প্রতিনিধি দল যাওয়ার জন্য রাজি হয়েছে মিয়ানমার। এরই ধারাবাহিকতায় আগামীকাল (শুক্রবার) সরকারের এই প্রতিনিধি দলের মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।

এ খবরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন একাধিক রোহিঙ্গা নেতা।

উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি শামসুল আলম বলেন, ‘এদেশ থেকে একটি প্রতিনিধিদল মিয়ানমার যাচ্ছে যেনে খুব ভালো লাগছে। যদি প্রত্যাবাসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সফল হয় তাহলে আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারবো।’

১ নম্বর ক্যাম্প, ইস্ট এর সাব মাঝি হোসেন জোহর বলেন, ‘দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি নিজ দেশে ফিরে যাওয়ার জন্য। আমরা ফিরে যেতে চাই আমাদের জন্মভূমিতে। সেখানে গেলে আমরা আগের সেই সোনালী দিন ফিরে পাবো বলে আশা করি।’

রোহিঙ্গা নেতা মাস্টার নুরুল আমিন বলেন, ‘প্রতিনিধিদল মিয়ানমার যাবে শুনেছি। কিন্তু ওই দল ফিরে না আসা পর্যন্ত আমরা প্রত্যাবাসন সম্পর্কে সঠিক বলতে পারছি না। তবে আমরা চাই আমাদের দাবিগুলো পূরণের মাধ্যমে নিজ দেশে চলে যাই। সেই দেশে আমাদের জন্ম তাই দেশের জন্য মন জ্বলে। রোহিঙ্গাদের দাবিগুলো মেনে প্রত্যাবাসন হোক এটি আমাদের সকলের প্রত্যাশা।’

বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদল ফিরে এসে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষের দিকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যায়। প্রত্যাবাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হোক এমনটা আশা করছেন স্থানীয়রাও। তাই প্রতিনিধিদল মিয়ানমার গিয়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা সবার। সূত্র-রাইজিংবিডি

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট