লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় প্রতি ইটভাটাকে ২ লাখ টাকা হারে ৪ ইটভাটা মালিককে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।
দন্ডিত ভাটাগুলো হলো- এবিসি-২, বিবিএম, ৪ বিএম ও এসএসবি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন), ২০১৯ এ জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত