নিজস্ব প্রতিবেদক।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম নিয়মিত কার্যের অংশ হিসাবে ভর্তিকৃত রোগীদের খোঁজখবর নেন ও হাসপাতালের যাবতীয় ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন। এতে আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ ও নার্সিং সুপারভাইজার নীলিমা রানী দে উপস্থিত ছিলেন।
এ সময় নরমাল ডেলিভারি বিষয় সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি হাসপাতালে ডেলিভারি করার জন্য গর্ভবতী মায়েদের উৎসাহিত করতে হাসপাতলে ও মাঠ পর্যায়ের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।
হাসপাতালের পরিষ্কার পরিছন্নতা ও রোগীর সেবা প্রদানে অধিকতর আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও প্রদান করেন ডা. গোলাম মোস্তফা নাদিম। তিনি বলেন, গত জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে মোট নরমাল ডেলিভারির সংখ্যা ৪৫৭। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত থাকবে। সেবিকাদের আন্তরিকতা ও ত্যাগ স্বীকারে এমনটা সম্ভব হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত