1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত লামায় রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত আলীকদম বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান মিয়ানমারের অভ্যান্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত লামায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র সাফল্য, মেডিকেল ইঞ্জিনিয়ারিং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ২৫ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |  
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ সাফল্যের মাধ্যমে তারা এখন স্বপ্ন দেখছেন ‘ভালো মানুষ, ভালো দেশ-স্বর্গভূমি বাংলাদেশ’ বিনির্মাণের। পাহাড়ের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর আলোকবর্তিকা হিসেবে কাজ করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। শিক্ষার্থীদের এ সাফল্য শুধু লামা উপজেলা নয়, গোটা বান্দরবানবাসীর জন্য সুনাম বয়ে এনেছেন বলে জানান, বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন।
সূত্র জানায়, ২৫ শিক্ষার্থীর মধ্যে জামালপুর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রমংউ মার্মা ও মীন বিকাশ ত্রিপুরা। রাঙ্গামাটি মেডিকেল কলেজে উত্তম ত্রিপুরা ও সুষময় তঞ্চংগ্যা। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কুষাই ম্রো, উথোয়াইঞ চাক ও চুয়েটে মাংরুম ম্রো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তৌওসিফ বিন নাসের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেবেদায় বম, রুবাইয়া সুলতানা, ক্যাজসিং মার্মা, অমরকান্তি চাকমা, অমরজ্যোতি চাকমা, মতন ত্রিপুরা ও আরিফ হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবুল হোসেন সূর্য্য, দেনওয়াই ম্রো, বাদশা ফয়সাল ও মেনক ম্রো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মংএচিং মার্মা ও অরবিল চাকমা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীপন ম্রো ও মাংপং ম্রো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেববর চাকমা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া থংইং খুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মো. সাহাব উদ্দিন। ভূবন চাকমা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে।
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী প্রমংউ মার্মা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘কোয়ান্টামে ভর্তি হওয়ার পর থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। আজ কোয়ান্টামের কারণেই সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছি।’ আমি কৃতজ্ঞ কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে।
এদিকে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সুযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে অধ্যক্ষ সালেহ আহমেদ জানায়, এবারের ২৫ জনসহ শুরু থেকে এই স্কুল থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট