1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
বান্দরবান ও কক্সবাজার জেলায় ‘তামাক চাষের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন’ গবেষণা চলছে লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত লামায় রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট’র উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত আলীকদম বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান

লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সাথে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যে নির্মিত টিটি একাডেমি ভবন কেন্দ্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ (টিটিইআই) প্রোগ্রাম’র (বান্দরবান) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান ও টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ (টিটিইআই) প্রোগ্রাম’র চেয়ারপার্সন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ গত ৩০ আগস্ট এসব উদ্ভোধন করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন রোটারিয়ান ব্রাইট পাওয়ারটেক লিমিটেড’র চেয়ারম্যান মো. সাইদুল হক সাদি। এতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র পরিচালক (প্রশাসন ও অডিট আইন) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন এ.এম. মাকসুদ আহমেদ সনেট বিশেষ অতিথি ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ’র উপ-পরিচালক মুহাম্মদ মাসুম বিল্লাহ, টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উপদেষ্টা আল মারুফ এনায়েত হোসেন, বখতিয়ার মাহমুদ সোহেল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়নের জন্যে সার্বক্ষণিক পরামর্শ, যোগাযোগ ও প্রোগ্রামস্থলগুলো প্রোগ্রাম পূর্ববর্তী পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) জয়া দত্ত ও রুবায়েত আহমেদ। এ সময় বিশেষ পরামর্শ প্রদান করেন, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. আমজাদ হোসেন। পুরো অনুষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সরই ইউনিয়নের কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকালে বিশেষ ব্যান্ড পরিবেশন করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের বাদক দল। সালাম গ্রহণের পর অতিথিবৃন্দ হিকমান ক্যাম্পাস পরিদর্শন শেষে অতিথিবৃন্দ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবন উদ্বোধন করেন। এরপর ক্ষুদে টেবিল টেনিস ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানের জন্যে প্রধান অতিথি ও সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং গেস্ট অব অনার একাধিকবারের সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও জাতীয় এ্যাওয়ার্ড প্রাপ্ত ক্রীড়াবিদ রোটারিয়ান মোঃ সাইদুল হক সাদি একটি প্রদর্শনী খেলা উপহার দেন। খেলাটি উপস্থিত সকল দর্শক উপভোগ করেন।
এরপর অতিথিবৃন্দ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের হিকমান ক্যাম্পাসের নেয়ামাতান হলে আয়োজিত প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। এতে অংশগ্রহণ করেন- কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নির্বাচিত ৮ শতাধিক শিক্ষার্থী, শতাধিক শিক্ষক, ১৩৪ জন টেবিল টেনিসের ক্ষুদে ক্রীড়াবিদ, কোয়ান্টামমের বিভিন্ন স্তরের ৫৫ জন কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সুধীজনসহ প্রায় সহস্রাধিক ব্যক্তিবর্গ। বিশেষভাবে উল্লেখ্য যে, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমকে আরো বেগবান করতে কোয়ান্টাম ফাউন্ডেশন স্ব-অর্থায়নে টেবিল টেনিস একাডেমি ভবনটি নির্মাণ করা হয় বলে জানান কোয়ান্টামম কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের যেভাবে গড়ে তুলেছে, যেভাবে সহশিক্ষা কার্যক্রমের সুযোগ করে দিয়েছে সেজন্যে প্রতিষ্ঠানটি আসলেই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের ফিজিক্যাল ও মেন্টাল ফিটনেসের প্রশংসা করে তিনি আরো বলেন, এই শিক্ষার্থীরা অন্যদের চেয়ে একটু আলাদা। যেহেতু টেবিল টেনিস একটি বুদ্ধিভিত্তিক খেলা, তাই খেলাটির জন্যে এরা বিশেষভাবে উপযুক্ত। এরাই পারবে দেশের পতাকাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে।“
সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন-কোয়ান্টাম ফাউন্ডেশন তোমাদেরকে যে আধুনিক সুযোগ সুবিধা দিচ্ছে, তোমরা তা অনুভব করবে। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই এরকম আধুনিক সুযোগ-সুবিধা নেই। এই সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তোমরা বিশ্ব দরবারে নিজেদের নাম উজ্জ্বল করবে।
কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ জনাব ছালেহ আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম —অলিম্পিকে সোনা আমরা জিতবই’ প্রত্যয়টি কোয়ান্টাম উন্মোচন করে এবং এই লক্ষ্যকে সামনে রেখে কোয়ান্টামমে গ্রাউন্ড অলিম্পিয়ান প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এরই অংশ হিসেবে শুরু করা হয় জিমন্যাস্টিকস কার্যক্রম। এর সাথে নতুন করে যুক্ত হলো টিটিইআই -এর কার্যক্রম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন- লামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দকে কারুমমের পণ্য উপহার দেওয়া হয়। টিটিইআই প্রোগ্রামের পক্ষ থেকে দেওয়া হয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ক্ষুদে টেবিল টেনিস ক্রীড়াবিদদের জন্যে ১টি টিটি টেবিল, ৮টি ব্যাট, ১০০টি বল, ১৯০টি জার্সি এবং বিভিন্ন ক্রীড়া ও শিক্ষা সামগ্রী উপহার। শেষে অতিথিবৃন্দ জিমন্যাস্টিকস পরিদর্শনসহ জিমন্যাস্ট কোয়ান্টাদের মনোমুগ্ধকর জিমন্যাস্টিকস প্রদর্শনী উপভোগের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট