লামা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ার পার্সন ও তিন বারের নির্বাচিত সাবেক প্নধানমন্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন বান্দরবান জেলার লামা উপজেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকেলে দলের লামামুখস্থ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসেন ও সদস্য সচিব সাধারণ সম্পাদক মো. মিরাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ হাসান ও সদস্য জাফর খানসহ অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত