মো. সেলিম উদ্দিন, লোহাগড়া।
চট্টগ্রামের লোহাগাড়ায় আগামীর নিরাপদ বাসযোগ্য উপজেলা গঠনের লক্ষ্যে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম।
আজ বিকাল সাড়ে ৪টা দিকে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের এই মতবিনিময় সভায় মুক্ত আলোচনা হয়।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা, দৈনিক আজাদী অনলাইন মাল্টিমিডিয়া লোহাগাড়া প্রতিনিধি এম. দলিলুর রহমান, দৈনিক বাংলাদেশ বুলেটিন লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মনির আজাদ, আনন্দ টিভি ও ও দৈনিক অভয়নগর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।