1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বান্দরবানের রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নাগরিক সেবায় “আমার লোহাগাড়া ডট কম” ওয়েবসাইটের যাত্রা বান্দরবান ও কক্সবাজার জেলায় ‘তামাক চাষের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন’ গবেষণা চলছে লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের টেবিল টেনিস একাডেমি ও এক্সপ্যানশন ইনিশিয়েটিভ’র উদ্বোধন করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লামায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত  বান্দরবানে অবৈধ সকল ইটভাটা বন্ধ রাখার নির্দেশ লোহাগাড়ায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ চোর আটক লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক লামায় আমতলী কমিউনিটি ক্লিনিক’র নব নির্মিত ভবন উদ্বোধন লামায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বে ইমানুয়েল মেডিকেল সেন্টার হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ জন কুতুব‌দিয়ায় এন‌সি‌পি নেতার বিরু‌দ্ধে মামলা বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সীমান্তে চোরাকারবারিদের বড় চালান ধরা, অর্ধ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

শামীম ইকবাল চৌধুরী ,নাইক্ষ্যংছড়ি।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে অর্ধ লাখ পিসের ইয়াবা চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
রবিবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক চোরাচালানির বড় একটি চালান ধরা পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সুত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় স্থানীয় আবুল হোসেনের বাড়ির পাশে ধানখেতে কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে। রাত আনুমানিক ১১টার দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওত পেতে থাকা বিজিবির সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে এবং বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারি কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল কর্তৃক ঘটনাস্থল তল্লাশি করে মাদক কারবারি ফেলে যাওয়া ব্যাগের ভিতরে অর্ধ লাখ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হলেও মাদক বহনকারীদের আটক করা সম্ভব হয়নি।

সোমবার সকালে ৩৪,বর্ডার গার্ড ব্যাটালিয়ন (কক্সবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,”বাহিনীর সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছে। মাদকের চালান আটক ও অপরাধ দমনেই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সহায়তায় এ অভিযান সম্ভব হয়েছে। তিনি আরও বলেন,চোরাচালানকারীরা রাতের অন্ধকারে সুযোগ নিয়ে সীমান্ত ব্যবহার করে ইয়াবা ঢোকানোর চেষ্টা করে। তবে নিয়মিত টহল ও অভিযানের কারণে তাদের সে চেষ্টা সফল হচ্ছে না।

এদিকে, বিজিবির সফল অভিযানের বিষয়ে স্থানীয় বাসিন্দারা এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিজিবির এই অভিযানে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি রক্ষা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। কোনো চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছে বাহিনীটি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট