হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি |
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে বিচ্ছিন্ন চার আতাউর ঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় একটি যাত্রী পারাপারের ট্রলার শুক্রবার বিকেলে ৩৫ জন লোক নিয়ে স্হানীয় তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশ্য রওয়ানা করে। পথিমধ্যে মেঘনা নদীর মাঝখানে এলে ট্রলারটি প্রবল ঢেউ এর ধাক্কায় ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৩৫ জনের মধ্যে ৩৪ জন পাশে থাকা অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হলেও ১ জন কে খুঁজে পাওয়া যায় নাই। নিখোঁজ ব্যাক্তি তমরউদ্দি ইউনিয়ের মোস্তাফিজুর রহমানের ছেলে মো: শাহজাহান (৪০) নিখোঁজের বিষয় জানতে পেরে হাতিয়া কোস্টগার্ড ঘটনা স্থলে গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ০৭:০০ ঘটিকায় কোস্টগার্ড সহ স্হানীয় জেলেদের সহায়তায় নিখোঁজ ব্যক্তির লাশ হাতিয়া তমরদ্দী ইউনিয়নের আঠারোবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। পরে লাশটি তমরদ্দি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো নজরুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত