
আলীকদম প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক বাবুল দত্ত এ কমিটি অনুমোদন দেন। এতে জয়নাল আবেদীনকে সভাপতি এবং আবু ছালেক কে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া রাজিয়া সুলতানা শাহিন-কে সাংগঠনিক সম্পাদক-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংগঠনের আলীকদম উপজেলা শাখার সভাপতি হেলাল মিয়া বলেন, অনুমোদিত কমিটি ইউনিয়ন পর্যায়ে যুব সমাজের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলেও জানান তিনি।