
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সংগঠন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫ডিসেম্বর (শুক্রবার) সংগঠনের নিজস্ব অফিস কক্ষে অনুষ্টিত হলো ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ সেবা, যেখানে ২শতাধিক অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ পাই৷
চিকিৎসা নিতে আসা রোগী রহিমা বেগম বলেন,
ফ্রি সেবার কারণে কোনো কষ্ট ছাড়াই চিকিৎসা নিতে পেরেছি। আমাদের মতো গরিব মানুষের জন্য বড় উপকার।
ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য মোঃ রাকিবুল ইসলাম বলেন,
“আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। চিকিৎসা সেবা পাওয়া সবার অধিকার। আমাদের ফাউন্ডেশন সেই অধিকার নিশ্চিত করতে নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ আমরা প্রায়ও ২শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করতে পেরে আনন্দিত।
মানবিক ফাউন্ডেশনের সদস্যরা জানান, ভবিষ্যতে বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা সেবা আয়োজন করা হবে। স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
চিকিৎসা সেবা দিতে অংশ নেওয়া ডাক্তার ডা. মোঃ আব্দুল মজিদ সোহাগ বলেন,মানুষের পাশে দাঁড়াতে পারাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় সাফল্য। আজ যেভাবে অসহায় রোগীরা হাসিমুখে সেবা গ্রহণ করেছেন, তা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে। চিকিৎসা শুধু পেশা নয়—এটা দায়িত্ব, ভালোবাসা এবং মানবতার পথ। এই ধরনের মানবিক আয়োজনে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত।”
এসময়ে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্য, তৌহিদুল ইসলাম আফরান আব্দুল্লাহ আল মুহিত, নিলয় হাসান, রবিউল হাসান,সজিবুল হাসান সজিব প্রমুখ