1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

পানছড়ি-শনটিলা রাস্তার বেহাল দশা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

পানছড়ি প্রতিনিধি ।

সিএনজি আর মোটর সাইকেল ছাড়া কোন গাড়ি চলেনা পানছড়ি-শনটিলা রাস্তায়। গাড়ি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী এই রাস্তাটি। গর্তে গাড়ি আটকে গেলে পুরুষ-মহিলা যাত্রী মিলে ঠেলে ঠুলে কোন রকম পার করে। জনসাধারণের কষ্ট আর আকুতিতে মানবিক কারণেই এ রাস্তায় আসি। পানছড়ি-শনটিলা রাস্তায় কথাগুলো জানালেন সিএনজি চালক বাবু। গাড়িতে বসা মহিলা যাত্রী বললেন, বিশ বছর ধরে শনটিলায় বসবাস করি। রাস্তায় হেটে যাওয়ারও কোন কুদরত নেই। গর্ভবতীদের নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। সরকারের কাছে জোর দাবি রাস্তাটির দিকে যেন বর্ষার আগেই নজর দেয়।

জানা যায়, ২০০৩ সালে ইট সলিং হওয়ার পর অদ্যবধি কোন সংস্কার হয়নি এই সড়কে। রাস্তায় নেই ইটের অস্তিত্ব। এই রাস্তা বেয়ে করল্যাছড়ি, বৈশাখ কুমার পাড়া, হলধর পাড়া, তাপিতাপাড়াসহ কয়েকটি গ্রামের লোকের চলাচল। আশপাশ এলাকায় কোন বিদ্যালয় ও কলেজ না থাকায় এলাকার শিক্ষার্থীদের একমাত্র ভরসা পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও পানছড়ি কলেজ। শিক্ষার্থীরা শুকনো মৌসুমে ধুলো-বালি মাড়িয়ে পার হলেও বর্ষাকালে বিদ্যালয় আর কলেজে আসা-যাওয়া শুধু স্বপ্ন।

এলাকাটি উপজেলার শস্যভান্ডার হিসেবেও ব্যাপক পরিচিতি। উৎপাদিত পণ্যাদি ও মৌসুমি ফল-ফলাদি বাজারজাত করতে না পারায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছে স্থানীয় কৃষাণ-কৃষাণী।

স্থানীয়রা জানায়, ২৯৮নং আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের শনটিলা আগমনে এলাকাবাসীর মনে আজো সু-নজরের আশা জেগে আছে।

এ ব্যাপারে পানছড়ি উপজেলা প্রকৌশলী মো. আবদুল খালেক বলেন, আমি যোগদানের পরেই পানছড়ি-শনটিলা রাস্তাটি পরিদর্শন করেছি। আসলেই খুব বেহাল দশা। রাস্তাটি নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রাদি পাঠানো হয়েছে। আশা করছি সহসাই একটা ভালো খবর আসবে।

দমদম, কালানাল গ্রামের বাসিন্দারা জানান, শনটিলা রাস্তা নির্মাণের পাশাপাশি দমদম, কালানাল রাস্তাটিও যাতে মেরামতের তালিকায় অর্ন্তভুক্ত করা হয়। এ ব্যাপারে পানছড়ি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট