1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক আলমগীর লামায় একযুগ ধরে তিন বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা না পেয়ে বিদ্যালয় ছাড়ছে শিক্ষার্থীরা বান্দরবান জেলা কৃষক দলের সাথে বিএনপি’র প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর মতবিনিময় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিগুন রোগীর চাপ, ঠাঁই হচ্ছে মেঝে-বারান্দায়, দ্রুত ১০০ শয্যায় উন্নীতের দাবি তিন উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভাবাসীর লামায় তথ্য অফিসের নারী সমাবেশ লামায় পারিবারিক পুষ্টি বাগান করতে বিনামূল্যে বীজ উপকরণ পেলেন ৩০ কৃষক লামায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই আলীকদমে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আজিম, আলমগীল সদস্য সচিব লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন ৩২ হাফেজকে পাগড়ী প্রদান লামায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আলীকদমে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ২ লাখ টাকা জরিমানা চকরিয়ার বমুবিলছড়িতে সুপারি চুরির অপবাদে কিশোরকে মারধর, অপমান সইতে না পেরে আত্মহত্যা কিশোরের লামায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে শীত কম্বল পেলেন ৫০ প্রবীণ সাংগু মৌজার ম্রো সম্প্রদায়ের জুমভূমি জবর দখলকারী ও লামা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংগু মৌজাবাসীর মানববন্ধন

প্রকৃতি প্রেমীদের কাছে টানছে কাশফুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫০৪ বার পড়া হয়েছে

কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন, ‘কাশফুল মনে সাদা শিহরণ জাগায়, মন বলে কত সুন্দর প্রকৃতি, স্রষ্টার কি অপার সৃষ্টি।’ আবার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন গ্রন্থ কুশজাতক’র কাহিনী অবলম্বন করে রচনা করেছেন শাপমোচন নৃত্যনাট্য। এভাবে বাংলা সাহিত্যে শরৎ ও কাশফুলের কথা এসেছে নানাভাবে।

প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা রূপ ও বৈচিত্র। ভাদ্র ও আশ্বিন মাস মিলে ষড়ঋতুর বাংলায় তৃতীয় ঋতু শরৎ। প্রকৃতি ধারাবাহিকতায় অপরূপ সৌন্দর্য নিয়ে আবারও এসেছে শরৎ। আর এই আগমনে চারিদিকে হাসছে কাশফুল। প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলই জানিয়ে দেয় শরতের আগমনী বার্তা।

শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা, পালকের মতো নরম ও ধবধবে সাদা রঙে ফোটা কাশফুলের শুভ্রতা। কাশফুলের অপরূপ সৌন্দর্য পুলকিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। যদিও প্রকৃতি থেকে বিলুপ্তির পথে কাশবন। তবে কোথাও কাশফুল ফুটলে প্রকৃতি প্রেমিদের ঢল নামে সেখানে।

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বরগুনা-বাকেরগঞ্জ সড়কে পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে পশ্চিম অংশের বালু ভরাট এক খন্ড জমি স্থানীয়দের কাছে মহাসড়ক নামে পরিচিত এলাকা ঢেকে গেছে কাশফুলে। সেখানে ঝকঝকে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা প্রকৃতি প্রেমীদের কাছে টানছে। সেইসাথে সড়ক দিয়ে আসা যাওয়া করা পথচারিদেরও মন কাড়ছে কাশফুল। পরিবার-পরিজন সহ দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরাও।

কেউ বসে গল্প করছেন। কেউ গুনগুন করে কবিতা আবৃত্তি করছেন, গান গাইছেন। কেউই অনুভূতিগুলো ক্যামেরায় বন্দি করতে ভোলেন না। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। সূর্য অস্ত যাওয়ার আগে ওইসব স্থানে প্রকৃতিপ্রেমীদেরকে দেখলে মনে হয় যেন গ্রামীণ মেলা চলছে। এমন মনোমুগ্ধকর পরিবেশ সবার মন ছুঁয়ে যায়।

কিশোরী শারমিন আক্তার বলেন, ‘গোধূলির সময় মাঠজুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে তখন মনটা আনন্দে ভরে ওঠে।’ ভ্রমণ প্রিয় কিশোর জাহিদ, সজিব ও উজ্জ্বল বলেন, ‘চলমান মহামারী করোনায় আমাদের সময় কেমন যেন থমকে গেছে। ইচ্ছে করলেও দূরে কোথাও তেমন একটা বের হওয়ার সুযোগ নেই। কিন্তু প্রকৃতি তো আর থেমে নেই। প্রকৃতি সেজেছে নতুন সাজে। তাই আমরাও ছুটে এসেছি এখানে।’

গৃহিণী মৃত্তিকা বলেন, ‘কাশফুলের সমারোহে বিকেলের বাতাস যেন শীতের আগমনের বার্তা দিচ্ছে। শৈশবের স্মৃতিগুলোকেও স্মরণ করিয়ে দিচ্ছে। এই অপরূপ সৌন্দর্যের কাছে থাকতে পেরে খুবই ভালো লাগছে।’

স্থানীয় আলোকচিত্রী আনোয়ার সাগর বলেন, ‘সাদা কাশফুল ও সবুজের পাশ দিয়ে চলার অনুভুতি অন্যরকম। এখানে ছবি তুলতে এসে কাশফুলের অপরূপ সৌন্দর্য্য দেখে মনটা ভরে গেছে। তবে স্থানীয় বখাটেদের কারনে প্রায়ই কাশবনে মাদকসেবন, ছিনতাই, মেয়েদের যৌন হয়রানিসহ ঘটছে নানাধরণের অপ্রীতিকর ঘটনা। তাই স্থানটিতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট