মো. নুরুল করিম আরমান।
লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (LDF) কর্তৃক পরিচালিত “পরিবারের অর্থ–সামাজিক ও শিক্ষাগত তথ্য সংগ্রহ জরিপ ২০২৫”–এর আওতায় সংগৃহীত ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত উপকারভোগীদের তালিকা জমা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এ তালিকা জমা দেওয়া হয়।
ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুলাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক আরিফ মিয়া এ তালিকা তুলে দেন। এ সময় সেচ্ছাসেবীদের পক্ষ থেকে মো: ওমর ফারুক রুবেল, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ হিজির ও অন্তু চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ বলেন, এই জরিপের মাধ্যমে লামা পৌরসভা এলাকার অত্যন্ত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে চিহ্নিত করা হয়েছে, যাতে মানবিক সহায়তা কার্যক্রমটি আরও স্বচ্ছ, ন্যায্য ও তথ্যভিত্তিকভাবে বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন৷ LDF বিশ্বাস করে, প্রমাণভিত্তিক তথ্য ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত