লামা প্রতিনিধি |
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন (৫২) কে গ্রেফতার করা হয়েছে। একই সময় তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি হাসান নিহালকেও (৩০) গ্রেফতার করা হয়। শনিবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদকও ছিলেন গ্রেফতারকৃত জসিম উদ্দিন।
সূত্র জানায়, গত ৫ আগস্টের পর বিভিন্ন অপরাধে জসিম উদ্দিন ও তার ছেলে হাসান নিহালের বিরুদ্ধে লামা থানা ও বান্দরবান সদর থানায় একাধিক মামলা রুজু হয়। মামলার পর থেকে তারা উভয়ে পলাতক ছিলেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে ও সার্বিক তত্বাবধানে আজিজনগর ক্যাম্প ইনচার্জ আহেমদ মোর্শেদ’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শনিবার সকালে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় খুলশী থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে জসিম উদ্দিন ও হাসান নিহালকে গ্রেফতার করা হয়।
আজিজনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে নিহালকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বান্দরবান সদর থানা ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার জসিম উদ্দিন ও তার ছেলে নিহালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।