1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

আনোয়ারায় উদ্বোধনের আগেই সরকারি স্কুল ভবনে ফাটল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭৭ বার পড়া হয়েছে
 মো. সোহেল,আনোয়ারা প্রতিনিধি | 
      চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের আলহাজ্ব ফজলুল কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিমার্ণাধীন স্কুল ভবনের বিল্ডিংয়ে ছাদে ফাটল ধরেছে। এলাকার মানুষ বলেন, নিমার্ণাধীন ভবনের ফাটলের কারণে নানা প্রশ্ন তুলে কাজের গুণগত মান নিয়ে।২০১৯ সালে ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন হলেও করোনাকালে দুই বছর কাজও বন্ধ রেখেছিলো ঠিকাদার। কাজ শুরু হলে, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ভেঙে যায় ভবনের বিম পিলার। স্কুল কমিটি ও স্থানীয়রা প্রতিবাদ জানালে সেটি পুনরায় ঠিক করে দেন ঠিকাদার। এমনটায় জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

স্থানীয় জনপ্রতিনিধিসহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক মানুষ বলেন, ভবনের কাজে দায়িত্বে থাকা কমিটি এবং উপজেলা প্রকৌশলের দায়িত্ব পালনকারীদের বিশেষ কোন কিছুর মাধ্যমে ম্যানেজ করে কাজ করছে কি না তা বোধগম্য নয়। বিধায় ভবনটি ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। উদ্বোধনের ৪ বছর পার হলেও এখনও ভবনের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার।

এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাকবৃন্দরা বলেন, নির্মাণ কাজ শেষ না হতেই ছাদে ফাটল দেখা দিয়েছে, না জানি আরো কাজের গুণগত মান কেমন হতে পারে! সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর পছন্দের ঠিকাদারে কাজটি করেন। তাই কেউ ভয়ে কোনো প্রতিবাদও করেন না।

আনোয়ারায় উদ্বোধনের আগেই সরকারি স্কুল ভবনে ফাটল

সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্বোধনের ৪ বছর পার হলেও এখনও শেষ হয়নি ভবনের কাজ। চলছে ক্লাস রুমের দরজা-জানালা লাগানোর কাজ। কয়েকজন শ্রমিক দরজা-জানালা লাগানোর কাজ করছেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুদিন আগ থেকে তারা কাজ শুরু করেছেন। এতোদিন বন্ধ ছিলো ভবনের কাজ। পুরাতন জরার্জীণ ভবনে পাঠদান করছেন শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা চক্রবর্ত্তী ও বিদ্যালয়ের সহ সভাপতি মোহাম্মদ জামাল বলেন, ২০১৯ সালে ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন করেন। করোনাকালে দুই বছর কাজও বন্ধ রেখেছিলো ঠিকাদার। কাজ শুরু হলে, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ভেঙে যায় ভবনের বিম পিলার। আমরা সকলে প্রতিবাদ জানালে সেটি পুনরায় ঠিক করে দেন ঠিকাদার। এরপর দীর্ঘদিন বন্ধ ছিলো কাজ। কিছুদিন হচ্ছে আবার কাজ ধরছে। ১৯৯০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বর্তমানে ১২১ জন শিক্ষার্থী রয়েছে এখানে।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, আপনারা সাংবাদিকরা ভূল তথ্য লেখেন কেন? আসলেই আপনারা নন টেকনিক্যাল লোক!সিভিল কাজে ভূলক্রুটি হলে আমরা ঠিক করব এখনও ছাদের মধ্যে কাজ বাকি রয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিলো, এখন আবার চলছে কাজ। আশা করছি ১৫ দিনের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে।

তবে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ করছেন জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে ঠিকাদারের নাম মনে পড়ছেন না। তবে কাজটি জসিম নামে এক ব্যক্তি করছেন।

প্রকৌশলী তসলিমা জাহান আরও জানান, আপনারা যে ফাটল গুলো দেখছেন এ গুলো ফাটল না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট