আলীকদম প্রতিনিধি |
বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জন নাগরিককে স্বদেশে পুশব্যাক করা হয়েছে। এ ঘটনায় আটক পাঁচ মানব পাচারকারীকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে প্রেরনকৃত মানব পাচারকারীরা হলেন, আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো.নজরুল ইসলাম (৪০), মো.আবু হুজাইফা (৩১) ও মো.মোরশেদ আলম (৫৭)।
পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, গত শনিবার ভোরে (১১ জানুয়ারী) উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিক সহ ৫ মানব পাচারকারীকে আটক করে বিজিবি। পরে আটকদের মধ্যে রবিবার ৫৩ জন মিয়ানমার নাগরিককে স্বদেশে পুশব্যাক করা হয়। পাশাপাশি বাংলাদেশে প্রবেশে সহযোগিতাকারী আটক ৫ মানব পাচারকারীকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটককৃতদের মধ্যে ৫৩জন মিয়ানমার নাগরিককে স্বদেশে পুশব্যাক করা হয়েছে। অপরদিকে আটক ৫ মানব পাচারকারীর বিরুদ্ধে থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়। পরে আটকদের আদালতে তুললে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত