আলীকদম প্রতিনিধি |
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ভ্রমণে গিয়ে ইফতে খাইরুল আহম্মেদ আবিদ নামে এক মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিন গত রাত ১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিছুনি উঠে তার মৃত্যু হয় বলে সঙ্গীরা জানান। মৃত ইফতে খাইরুল আহম্মেদ আবিদ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দীনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এদিকে এ শিক্ষার্থী পর্যটকের মৃত্যুর ঘটনা নিয়ে দেখা দিয়েছে রহস্য।
মৃত ইফতে খাইরুল আহম্মেদ আবিদের বন্ধু নাহিদ বলেন, টাঙ্গাইল জেলার কালিহাতি থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিনের তত্ত্বাবধানে আলীকদমের মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। সব কিছু ভালোই ছিল, হঠাৎ রাত সাড়ে ১২টার তাদের মধ্যে ইফতে খাইরুল আহম্মেদ আবিদের খিছুনি উঠে। পরে রাত ১টার দিকে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক ইফতে খাইরুল আহম্মেদ আবিদকে মৃত ঘোষণা করেন। তবে অতিরিক্ত মদ্যপানে ইফতে খাইরুল আহম্মেদ আবিদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন আলীকদম ট্যুর গাইড এসোশিয়েসনের সাধারণ সম্পাদক সামো মার্মা। তিনি বলেন, এর আগে তারা মদ পান করেছিল।
লামা উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সের মেডিকেল অফিসার জুনাইয়েদ জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে সাস্থ্য কমপ্øেক্সে আনা হয় কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। মৃত পর্যটক নেশাগ্রস্ত ছিলো কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়টি আমি নিশ্চিত নই।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানায়, এ ঘটনায় মৃতের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত