আলীকদম প্রতিনিধি।
বান্দরবানের আলীকদমে দুর্গম ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ব্রিজের নিচ থেকে ওয়াইলক ম্রো নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওয়াইলক ম্রো কুরুকপাতা ইউনিয়নের মেনপাকপাড়ার মৃত নেমিং ম্রো ছেলে। শনিবার (১৯ আগস্ট) সকালে কুরুকপাতা পৌয়ামুহুরী সড়কের ৬ নাম্বার ব্রিজের নিচ থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো বলেন, গতকাল ৬নং ওয়ার্ড এলাকায় একটি বাড়িতে গো হত্যার উৎসব চলছিল। নিহত ব্যক্তি ওয়াইলক ম্রো অতিরিক্ত মদ্যপান করে পরে মাতাল অবস্থায় তার নিজ বাড়িতে যাওয়ার সময় ব্রিজের উপর থেকে পড়ে নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা রুজু হবে বলে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত