মমতাজউদ্দিন আহমেদ।
পাহাড়ি সবুজের গহীনে, আকাশ ছোঁয়া মেঘের চাদরে মোড়ানো এক অপার নির্জনতার নাম—**চেয়ারম্যান লেক**।
আলীকদমের বুক চিরে, বাস টার্মিনাল থেকে মাত্র চার কিলোমিটার দূরেই যেন প্রকৃতি এক স্বপ্ন আঁকিয়ে বসে আছে জলরাশির আয়নায়।
এই লেকটির উত্তর ও দক্ষিণ পাড়ের পাহাড়চূড়ায় দাঁড়ালে চোখে পড়ে এক কবিতার দৃশ্য—চৈক্ষ্যং খাল, মাতামুহুরীর প্রগাঢ় হৃদয় থেকে জন্ম নেওয়া এক নিরবধি স্রোত।
পাহাড় ও অরণ্যের আলিঙ্গনে বাঁকে বাঁকে বয়ে চলা এই খাল যেন প্রকৃতির ধ্রুপদী সংগীত।
চৈক্ষ্যংয়ের পাড়ে, নিবিড় গাছপালার মাঝে, পর্যটকের ক্লান্ত হৃদয়কে আশ্রয় দিতে
আবুল বশর নামের এক স্বপ্নবান উদ্যোগীর নির্মাণ—এক নান্দনিক রিসোর্ট,
যেখানে কাঠ ও বাঁশের গাঁথুনিতে বাজে পাহাড়ের ভাষা,
আর নিস্তব্ধ সন্ধ্যাবেলায় বাতাসে জেগে ওঠে জল ও পাতার কাব্য।
এ যেন পাহাড়ের নীরব হৃদয়ে লুকানো এক ক্ষণিক স্বর্গ,
যেখানে সময় থেমে যায়, আর প্রকৃতি নিজেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে।