আলীকদম প্রতিনিধি |
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিকেলে চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টা খাইয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন । দন্ডপ্রাপ্তরা হলেন- মো. ইসমাইল ও মো. ইলিয়াছ। তারা উভয়েই চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড পাট্টা খাইয়া এলাকার বাসিন্দা। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাদের এ জরিমানা করা হয়।এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিবেশ ধ্বংসে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে পরিবেশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।