প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ১২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১:২৩ অপরাহ্ন
আলীকদমে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ২ লাখ টাকা জরিমানা
বান্দরবান প্রতিনিধি |
অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বান্দরবান জেলার আলীকদম উপজেলা প্রশাসন। শনিবার (১ নভেম্বর ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার জরিমানা করা হয় ইউবিএম ইটভাটাকে ১ লাখ টাকা ও এবিএম ইটভাটাকে ১ লাখ টাকা। এছাড়া ২ হাজার ১২০ ঘনফুট কাঠ জব্দ করা হয় এসব ইটভাটা থেকে। অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম।
ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আলীকদম উপজেলায় নতুন ইটভাটা স্থাপন বা পুরাতন ইটভাটা পরিচালনার অনুমতি নেই। পরিবেশ ও বনাঞ্চল সুরক্ষার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা করা হবে বলেও জানান তিনি। অভিযানে বনা বিভাগের তৈন রেঞ্জের ডেপুটি রেঞ্জার খন্দকার আরিফুল ইসলাম অংশ গ্রহণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত