আলীকদম প্রতিনিধি |
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গরু চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। এ ঘটনায় গরুর মালিক বিবেক কান্তি দে বাদী হয়ে ৫ গরু চোরের বিরুদ্ধে থানায় মামলা করেন। চুরির ঘটনায় আটকনা হলো- মো: ফরিদুল আলম (২০), মো: ইয়াসিন আরাফাত (১৭), শাহিন আলম (১৮), মো: হোছেন (২৩), জাফর আলম (৩১)। এরা সবাই উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, চুরি যাওয়া একটি গরু খোঁজাখুঁজি করতে গিয়ে গত রবিবার রাতে বিবেক কান্তি দে’র গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনাটি সামনে আসে। পরে গরু চুরির সাথে জড়িত সন্দেহভাজনদের বৃহস্পতিবার (০৪ মে) দিনগত রাতে ইউনিয়ন পরিষদে ডাকা হয়। প্রথমে গরু চুরির বিষয়টি অস্বীকার করলেও স্বাক্ষীদের মুখোমুখি করা হলে স্বীকার করেন অভিযুক্তরা বাদীর গরু চুরি করে জবাই করে মাংস বিক্রি করেছেন। এক পর্যায়ে চুরির ঘটনা প্রমাণিত হলে জড়িত ৫ জনকে ইউপি চেয়ারম্যান মো: কফিল উদ্দিন পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কফিল উদ্দিন বলেন, মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধ চোরাই গরু আসার পর থেকে অত্র ইউনিয়নে গৃহপালিত গরু চুরির ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। তিনি আরও বলেন, গরু চুরির আতংকে গোয়াল ঘরে না রেখে মানুষের শোয়ার ঘরের গরু রাখতে বাধ্য হচ্ছে। প্রতিদিনই অসংখ্য গরু চুরির অভিযোগ আসে। এভাবে খেটে-খাওয়া মানুষের কষ্টে কেনা গরু চুরি হলে তাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাই চুরি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান চেয়ারম্যান কফিল উদ্দিন।
এ বিষয়ে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাফফর হোসেন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গরু চুরির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলার বিবেক কান্তি দে বাদী হয়ে মামলা করেছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত