1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় কেক কেটে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানে ৪০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ ইউএনডিপি’র লামার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি আলীকদমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গজালিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি লামায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’ নাইক্ষ্যংছড়িতে যুবককে হত্যা ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা গ্রেফতার তিন পার্বত্য জেলায় বিষবৃক্ষ তামাক ছেড়ে ইক্ষু চাষে ফিরেছেন ১ হাজার ৪২৭ চাষি, উৎপাদন করেন ৩ লাখ ৩২ হাজার ৮০০ টন আখ ও ৯২.৮ মেট্রিক টন গুড় লামায় রিসোর্ট ম্যানেজার অপহরণ, আটক ৩ বান্দরবানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি আলমগীর, সম্পাদক রুমু বান্দরবানে জীবনরক্ষার সামগ্রী ছাড়াই বিপজ্জনক ভ্রমনে পর্যটকরা, প্রাণ যাচ্ছে একের পর এক ঘুমধুম সীমান্তে ফেরে বিজিবির অভিযানে ১লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

আলীকদমে ইউএনও এবং কমিটির সভাপতির হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ নিলো ৬ ছাত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে
আলীকদম প্রতিনিধি |
ইউএনও এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির তৎপরতায় অবশেষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছে ৬ জন ছাত্রী। এর আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্বহীনতায় এসব শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। এ ঘটনা ঘটেছে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ে।

স্কুল ম্যানেজিং কমিটির ভাষ্য ও তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন আবদুল হামিদ। তিনি ১১২ জন ছাত্রীর ফরম ফিলাপ করেন। প্রকৃতপক্ষে এসএসসি পরীক্ষার্থী ছিলো ১১৭ জন। তবে পরীক্ষার্থীর সংখ্যা ও ফরম ফিলাপ নিয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষকের বক্তব্যে গরমিল পাওয়া যায়।

সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, গত ২৭ এপ্রিল থেকে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হয়। এরমধ্যে ৫ জন ছাত্রীর এসএসসি’র ফরম ফিলাপ না হওয়া ও প্রবেশপত্র শিক্ষাবোর্ড থেকে না আসার বিষয়টি প্রধান শিক্ষক বদিউল আলম অবগত ছিলেন। কিন্তু আমাকে এবং স্কুল ম্যানেজিং কমিটিকে বিতর্কিত করতে তিনি বিষয়টি আড়ালে রাখেন। আমাকে বিষয়টি জানানো হলে, আমার নিজ দায়িত্বে শিক্ষাবোর্ডে গিয়ে বিষয়টি সমাধান করতাম।

এদিকে, প্রধান শিক্ষক বদিউল আলম ২৭ এপ্রিল থেকে ফরম ফিলাপ না হওয়া পাঁচ শিক্ষার্থীকে প্রবেশপত্র দিবেন বলে আশ্বাস দিতে থাকেন। ২৯ এপ্রিল বিকেলে প্রধান শিক্ষক এসব শিক্ষার্থীদের বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হামিদ তোমাদের ফরম পূরণ করে নাই, তোমরা পরীক্ষা দিতে পারবে না।’ এদিকে, রানরাও নামের একজন ছাত্রীর প্রবেশপত্র আসলেও অজ্ঞাত কারণে তাকে প্রবেশপত্র না দিয়ে তাড়িয়ে দেন প্রধান শিক্ষক।

সাহাব উদ্দিন নামের একজন ছাত্রী অভিভাবক জানান, ‘প্রধান শিক্ষকের অবহেলায় প্রবেশপত্র সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা এর বিচার চাই।’

ম্যানেজিং কমিটির সদস্য জমির উদ্দিন জানান, ৫ জন শিক্ষার্থীর প্রবেশপত্র জটিলতার বিষয়টি প্রধান শিক্ষক প্রথমে আমাদের জানাননি। আমরা ২৯ এপ্রিল সন্ধ্যায় বিষয়টি অভিভাবকদের কাছ থেকে জানতে পারি। তাৎক্ষণিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুংড়ি মং মার্মাসহ আমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মোঃ সোয়াইব এর সহযোগিতা নিয়ে বোর্ডে যোগাযোগ করে রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র সংগ্রহে তৎপরতা চালাই।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি দুংড়ি মং মার্মা বলেন, ৫ জন ছাত্রীর ফরম ফিলাপ না হওয়া এবং প্রবেশপত্র না আসার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানান নি। ২৯ এপ্রিল সন্ধ্যায় অভিবাবকদের কাছ থেকে অবগত হয়ে স্কুলে উপস্থিত হই। ইউএনও’র সহযোগিতা নিয়ে অবশেষে বোর্ড থেকে পরীক্ষার দিন সকাল ৮টায় প্রবেশপত্র সংগ্রহ করি। ফলে ৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে। তিনি জানান, দায়িত্ব অবহেলার কারণে সাবেক এবং বর্তমান প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে মুঠোফোনে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের কাছে বিষয়টি জানতে চাইলে বলেন, ‘আমি চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যোগদান করি। গত নভেম্বরে এ বিদ্যালয়ের ১১২ জন এসএসসি পরীক্ষাথীর ফরম ফিলাপ হয়। ৫ জন পরীক্ষার্থীর ফরম ফিলাপ না হওয়ার দায় আমার নয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছিল। ২৯ এপ্রিল বিকেলে ঘটনা জানাজানির পর ইউএনও, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সহায়তায় ৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছে।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট