বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বেড়াতে গিয়ে জুমঘরে স্থানীয়ভাবে তৈরি বন্দুকের গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)। তিনি ঢাকার ডেমরা থানার সাইনবোর্ড এলাকার মো. আলামীনের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহত ত্বহার সাথে থাকা ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
জানা যায়, গত ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার ৪ বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদম যান। তারা পর্যটক তথ্যকেন্দ্রে কোনো তথ্য না দিয়ে মাতামুহুরী রিজার্ভের কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরনী পাড়া এলাকার একটি জুমঘরে অবস্থান করে। তারা প্রথমে দরি পাড়া থেকে তরনী পাড়ায় যান।
২১ জুলাই সকালে জুমঘর থেকে ঘুম থেকে ওঠার পর, জুমঘরে থাকা একটি স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় সঙ্গীয় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার টেনে দেন। এতে গুলি ত্বহা বিন আমীনের বুকে লাগে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লাশটি তরনী ঝিরি পেরিয়ে মাতামুহুরীর চরে নেয়া হয়।
এ বিষয়ে আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি গাদা বন্দুকসহ গুলিবিদ্ধ অবস্থায় মৃত ত্বহা বিন আমীনকে উদ্ধারের পাশাপাশি সাথে থাকা ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত