1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত লামায় হাজার হাজার নারী পুরুষের প্রতিরোধের মুখে ইটভাটায় অভিযান চালাতে পারেনি পরিবেশ অধিদপ্তরের অভিযানি দল

আলীকদমে গমচাষের উজ্জ্বল সম্ভাবনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম |

বান্দরবানের আলীকদম উপজেলায় গমচাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ২০১৮ থেকে চলতি মৌসুম পর্যন্ত বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে গমচাষের ওপর প্রদর্শনী প্লট তৈরীর মাধ্যমে গমচাষ বৃদ্ধির প্রচেষ্টা চলছে। তবে সরকারি উদ্যোগে গমচাষকে মাঠপর্যায়ে বিস্তারে পদেক্ষপ নেওয়া হলে আলীকদমে গমচাষ বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা দাবী করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাসেম মেম্বার পাড়াস্থ কৃষিজমিতে কারিতাসের উদ্যোগ এবং অর্থায়নে গমচাষের একটি প্রদর্শণী প্লট নিয়ে মাঠ দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। কারিতাস বান্দরবান অফিসের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নেছারুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল রানা। এতে বিশেষ অতিথি ছিলেন চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, শান্তিরানী মিশনের সহকারি ফাদার রঞ্জিত কস্টা।

কারিতাস আলীকদম অফিসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা আলীকদমে গমচাষের সম্ভাবনার ওপর স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রায় দু’যুগ আগে আলীকদমে গমচাষ ছিলো বলে তারা জানতে পারেন। মাঝখানে গমচাষ হতো না আলীকদমে। তবে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনিস্টিটিউটের সহযোগিতা নিয়ে কারিতাসের উদ্যোগে পরীক্ষামূলকভাবে গমচাষের সম্ভাব্যতার ওপর ২০১৮ সাল থেকে প্রদর্শনী প্লট নিয়ে গমচাষের শুরু হয়।

তিনি আরও বলেন, কারিতাস এ বছর ৮টি প্রজাতির ওপর গম চাষের প্রদর্শনী প্লট করেছেন। প্রজাতিগুলো হচ্ছে বারি গম-৩০, ৩২, ৩৩ এবং বিডাব্লিউএমআরআই গম-১, ২, ৩, ৪ ও ৫। তবে এরমধ্যে আলীকদমের প্রদর্শনী প্লটে ভালো ফলন হয়েছে বারি গম-৩৩ এবং বিডাব্লিউএমআরআই গম- ৫ এর। তার মতে, সরকারি-বেসরকারী সংস্থা এগিয়ে আসলে এ চাষ আলীকদমে বৃদ্ধি করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল রানা জানান, পরীক্ষামূলকভাবে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে ৮ প্রজাতির গমের চাষ করা হয় কারিতাসের উদ্যোগে।  তিনি কারিতাসের প্রদর্শনী প্লটের মাধ্যমে আলীকদমে গমচাষের ওপর সম্ভাবনা দেখতে পেয়েছেন। তিনি বলেন, গম শীতপ্রধান দেশের ফসল। শীত মৌসুমে বিশেষ করে নভেম্বর-ডিসেম্বর (কার্তিক) মাসে গমচাষের বীজ বপন করা হয়। তামাকের পুরোপুরি বিকল্প না হলেও গমচাষকে আলীকদমে তামাকের বিকল্প চাষ হিসেবে বৃদ্ধি করা যেতে পারে।

কৃষক আব্দুল মজিদ, আরাফাত জাহান, ওসমান গনি, নুরুল হোসেন জানান, তারা কারিতাসের উদ্যোগে গম চাষ করে খুশী। ফলনও ভালো হয়েছে। তাদের পাশাপাশি যদি অন্যান্য কৃষকও গমচাষ বৃদ্ধি করেন তবে এ উপজেলায় গমচাষের উজ্জ্বল সম্ভাবনার সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট