আলীকদম প্রতিনিধি |
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় একটি গরুর বাছুরকে কেন্দ্র করে বড় ভাই আবু মুছার কামড়ে মারা গেছেন ছোট সৎ ভাই নুরুল আবছার মামুন (২১)। উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ায় ঘটনাটি ঘটে। নুরুল আবছার মামুন নয়াপাড়ার বাসিন্দা মৃত আনোয়ার হোসেন ও রাবেয়া খাতুনের ছেলে। ঘটনার পর ঘাতক আবু মুছা পালিয়ে যায়। রবিবার সকালে এ রির্প্টো লেখা পর্যন্ত ঘাতক আবু মুছাকে আটক সম্ভব হয়নি বলে জানা গেছে।
সূত্রে জানায়, শনিবার (০৪ জানুয়ারী) সকাল ৯ টার দিকে একটি গরুর বাছুর কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আবু মুছা ক্ষিপ্ত হয়ে সৎ ছোট ভোট ভাই নুরুল আবছার মামুনের কানে কামড় দেন। এতে প্রচুর রক্তক্ষরণ হলে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নুরুল আবছার মামুনের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে নুরুল আবছার মামুন মারা যান।
এ বিষয়ে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে একটি গরু বাছুর কে কেন্দ্র করে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কানে কাঁমড় দিলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার কারণে নুরুল আবছার মামুনের মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. হারুন বলেন, নিহত নুরুল আবছার মামুনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক আবু মুছাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত