বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে চৌ-রাস্তার মোড় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার জামায়াতে ইসলামী নয়াপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মুরাদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।
সম্মেলনে জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেই সব শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। এ দেশে আমরা আর ফ্যাসিস্ট সরকার চাইনা। আয়না ঘরে মানুষ বন্ধী রেখে যারা নির্যাতন করেছে তাদের বিচার হতে হবে । আলেম- ওলামা নির্যাতনকারী ও হত্যাকারীর বিচার করতে হবে । সাংবাদিক সাগর-রুনি হত্যাকারীর বিচারসহ নিরীহ মানুষের নির্যাতনকারীর বিচার করে নির্বাচন দিতে হবে। তার আগে আমরা নির্বাচন চাইনা।
তিনি আরো বলেন, স্বাধীনতার পরে যারাই ক্ষমতা এসেছে,তারা কেউ জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারেননি। বৈষম্যহীন সমাজ ও রাস্ট্র ব্যবস্থা কাঠামো বিনির্মানে এদেশের জনগণ আর ভুল করবে না। এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র জনতার রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব।
জামায়াতে ইসলামী বান্দরবান জেলার সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমেদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক হামেদ হাসান, জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা কমিটির আমীর মাশুক এলাহী, সেক্রেটারী মোঃ সাদেক মিয়া, আলীকদম উন্নয়ন ফোরামের সভাপতি চৌধুরী ইউনুস আহমেদ সোহান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।