মমতাজ উদ্দিন আহমদ।
আলীকদম উপজেলা টমটম ও মিনি টমটম চালক সমবায় সমিতি লিঃ এর নামে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে টোকেন বাণিজ্য চলছে। প্রত্যেক টমটম ও মিনি টম চালককে দৈনিক ১০ টাকা হারে চাঁদা দিতে হচ্ছে।
এই সমিতিটি বান্দরবান জেলা সমবায় কার্যালয় থেকে ২০১0 সালে ৬৩৯ নাম্বার রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
অনুসন্ধানে জানা গেছে, নিবন্ধন নীতিমালা ও সমিতির গঠনতন্ত্র মতে এই ধরণের দৈনিক চাঁদা তোলার সুযোগ নেই। তারপরও প্রকাশ্য দিবালোকে দিনের পর দিন-বছরের পর বছর ধরে আলীকদম বাজার ও প্রেসক্লাব এলাকায় এই চাঁদাবাজি চলছে। সমিতির নির্বাচিতরা এই টোকেন বাণিজ্যের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ভূক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও নিবন্ধনকারী কর্তৃপক্ষের নিকট অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
জানতে চাইলে টোকেন বাণিজ্য নিয়ন্ত্রণকারী ফয়েজ উদ্দিন পুতু বলেন, চাঁদা তোলা চলবে। পারলে ওরা মামলা করুক।