আলীকদম প্রতিনিধি।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ-এর আওতায় আলীকদমে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭মে) উপজেলা পরিষদ হল রুমে এ কংগ্রেসের আয়োজন করে আলীকদম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানভীর হাসান, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন, ২ নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন এবং ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ক্রাতপুং ম্রো। এছাড়াও সভায় জামায়াতে ইসলামী আলীকদম উপজেলার আমির জনাব মাশুক এলাহিও উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে কৃষির উন্নয়ন, পুষ্টি উদ্যোগ, এবং স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের কৃষি সমস্যাগুলো তুলে ধরেন এবং তা সমাধানে করণীয় বিষয়ে দিকনির্দেশনা পান।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি কৃষকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি টেকসই কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত