আলীকদম প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লামা তথ্য অফিসের আয়োজনে বান্দরবানের আলীকদমে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক পাড়ায় এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক, ভোটারদের অধিকার ও দায়িত্ব, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করা হয়।
আলোচনায় সহকারী তথ্য অফিসার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সচেতন ভোটারই সবচেয়ে বড় শক্তি। নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা এবং গণভোটে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া আরও গতিশীল হবে।
উঠান বৈঠকে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন ও গণভোট বিষয়ে নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত