মো. নুরুল করিম আরমান |
পরিবেশের বারোটা বাজিয়ে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির সময় মো. ইলিয়াছ নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরও জব্দ করা হয়। শনিবার গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের পূবর্তপালং পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মো. ইলিয়াছ পূর্বপালং পাড়ার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।
সূত্র জানায়, আলীকদম সদর ইউনিয়নের পূর্বপালং পাড়ার বাসিন্দা মো. ইলিয়াছ স্কেভেটর লাগিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম’র (বার) নির্দেশে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর্জা জহির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শনিবার রাত ২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ সহ মো. ইলিয়াছকে হাতে নাতে আটক করে পুলিশ।
পাহাড় কাটার সময় স্কেভেটর সহ মো. ইলিয়াছকে আটকের সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে শনিবার বিকেলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধনী ২০১০ এর ৬ (খ) এবং ১২ ধারা মতে মামলা করা হয়েছে। তিনি বলেন, যারাই পরিবেশ ধ্বংস করবে, তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত