এসএম জিয়া উদ্দিন জুয়েল, আলীকদম।
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অসহায় প্রতিবন্ধী ও প্রবীণ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বাসটার্মিনাল সংলগ্ন দানুসর্দার পাড়ায় সমিতির অস্থায়ী কার্যালয়ের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীত কম্বল বিতরণের সত্যতা নিশ্চিত করে সমিতির সভাপতি মোঃ ইলিয়াস বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন (১৭ইসিবি) কাছ থেকে পাওয়া কম্বলগুলো সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। হাড় কাঁপা শীতে কম্বল পেয়ে স্বস্তির মুখ দেখছেন অসহায় প্রতিবন্ধী ও প্রবীণ কল্যাণ সংস্থার সদস্যরা। এই সময় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।