আলীকদম প্রতিনিধি।
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বড়দিন উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলীকদম সেনাবাহিনীর আওতাধীন ছোটবেতী চাকনাপাড়া এলাকায় এসব প্রদান করা হয়। লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি পিএসসি-এর
নেতৃত্বে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের মাঝে প্রদান করা হয় ৪০ টি কম্বল সহ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা।
লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সহযোগিতার মাধ্যমে এলাকায় শান্তি,নিরাপত্তা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মুরুং সহ স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, পাহাড়ি বাসিন্দা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
স্থানীয় জনগণ জানান, এধরনের মানবিক সহায়তা স্থানীয় মানুষের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত