1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক

আলীকদমে বিজিবি’র শীতবস্ত্র ও সেলাই মেশিন পেল ১৪০ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি |

বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক স্থানীয় প্রতিবন্ধী, অসহায়,দুঃস্থ পরিবার এবং পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ৩টি সেলাই মেশিন প্রদান করা হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কলার ঝিরি এলাকায় আলীকদম প্রতিবন্ধী কল্যাণ সমিতির অফিসে এই শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করেন বিজিবি ব্রিগেডিয়ার জেনারেল এস,এম ইমরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ এবং নব অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বান্দরবান জেলার থানচি ও আলীকদম উপজেলাসহ পার্বত্য অঞ্চলে সীমান্ত সুরক্ষা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তারা দেশপ্রেম, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠার মাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৮টি বিওপির কার্যক্রম পরিচালনা করছে।

“অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় বিজিবি পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করছে। এছাড়া দূর্গম পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, নগদ অর্থ, ত্রাণ, শীতবস্ত্র এবং অন্যান্য সহায়তা প্রদান করে আসছে। এই কার্যক্রম স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের এই প্রচেষ্টা পার্বত্য অঞ্চলের জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও স্থানীয় জনগণের পাশে দাঁড়াচ্ছে, যা তাদের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে তুলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট